সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়?

A ১৯১৬

B ১৯২০

C ১৯২১

D ১৯২২

Solution

Correct Answer: Option C

সিন্ধু সভ্যতা গড়ে উঠে পাকিস্তানের মহেঞ্জোদারো(বর্তমান পাকিস্তানে লারকান জেলায়) ও হরপ্পাতে (পাঞ্জাবে মন্টেগোমারি)।
 - এর নিদর্শন পাওয়া যায় পরিকল্পিত নগর ব্যবস্থা।
 - এই সভ্যতা গড়ে তুলছিল দ্রাবিড় জাতি।
 - এই সভ্যতার বড় অবদা পরিমাপ পদ্ধতি উদ্ভাবন
 - ১৯২১ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হরপ্পায় প্রথম সিন্ধু সভ্যতার সন্ধান মেলে।
 - পরবর্তীতে ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
 - বাটাখারা ব্যাবহার শুরু হয় এই সভ্যতায়।
 - ভারতীয় সভ্যতাটি 'সিন্ধু সভ্যতা' নামে পরিচিত, এটি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল।
 -

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions