Solution
Correct Answer: Option C
জাপানের কমিউনিস্ট উগ্রপন্থী সংগঠন হলো রেড আর্মি।
- এর প্রতিষ্ঠাতা ফুসেকা শিজেনবো নামে একজন নারী। ১৯৭১ সালে লেবাননে তিনি এটি প্রতিষ্ঠা করেন।
- এই সংগঠন ১৯৭৭ সালে বাংলাদেশের ঢাকায় জাপানের বিমান ছিনতাই করে নিয়ে আসা।
- ২০০০ সালে ফুসেকা জাপানে গ্রেফতার হলে রেড আর্মি এর কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে এবং ২০০১ সালে এটি বিলুপ্ত হয়।