ভারতের কোন রাজ্যটি আশ্রিত?
A অরুণাচল
B সিকিম
C কাশ্মীর
D জম্মু
Solution
Correct Answer: Option B
- ১৯৫০ সালে সিকিমের ১১তম চোগিয়াল (সিকিম ও লাদাখের রাজাদের উপাধি ছিল চোগিয়াল) থাসি নামগিয়াল ভারতের সাথে একটি চুক্তি করেন।
- এই চুক্তির ফলে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারতের একটি আশ্রিত রাজ্য হয়।