ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
A ২৫৬ টি
B ৪০৯৬ টি
C ৬৫৫৩৬ টি
D ৪২৯৪৯৬৭২৯৬ টি
Solution
Correct Answer: Option C
ইউনিকোড ১৬ বিট বিশিষ্ট কোড। এর মাধ্যমে ৬৫৫৩৬টি ইউনিক চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যার ফলে এর মাধ্যমে বিশ্বের ছোটবড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এটি ১৯৯১ সালে উদ্ভাবিত হয়।