‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল’ । এটি কোন বাক্য?

A সরল

B জটিল

C যৌগিক

D সংযুক্ত

Solution

Correct Answer: Option B

-যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত খন্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। 
যেমন- যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
-যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। 
যেমন – পাখিগুলাে নীল আকাশে উড়ছে। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন
 সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে।
-পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:লোকটি ধনী কিন্তু কৃপণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions