অরেঞ্জ রেভ্যুলেশন কোথায় সংঘটিত হয়েছে?

A কিউবায় 

B ইউক্রেনে 

C আমেরিকায় 

D আয়ারল্যান্ডে 

Solution

Correct Answer: Option B

• ২০০৫ সালে টিউলিপ বিপ্লব সংঘটিত হয় কিরগিজস্তানে।
• ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয় তিউনিসিয়ায়।
• আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
• ২০০৩ সালে রোজ বিপ্লব সংঘটিত হয় জর্জিয়ায়।
২০০৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বা কমলা বিপ্লব সংঘটিত হয়।
• ১৯১৭ সালে রাশিয়ার রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।
• ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions