Solution
Correct Answer: Option C
- বিভিন্ন ধরনের মূল্যবোধের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম।
- নৈতিকতা, সহমর্মিতা, আত্মসংযম, পরমত সহিষ্ণুতা গণতান্ত্রিক মূল্যবোধের বৈশিষ্ট্য।
- মূলত উদারতাবাদ নামক মতবাদ থেকেই এর উৎপত্তি।
- অধ্যাপক জর্জ এইচ সেবাইন বলেন-ব্যক্তিস্বাধীনতা, আইনি সুরক্ষা এবং সাংবিধানিক রাষ্ট্রীয় ব্যবস্থার তত্ত্ব ও অনুশীলন হচ্ছে উদারতাবাদ।
- মানুষের মানবিক ব্যক্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা সহজাত যুক্তিবোধ ও গুণ এবং পারস্পরিক সম্মতিসহ এমন আরো কয়েকটি গুণের চর্চাই হলো উদারতাবাদ।
- যার সবকটিই গণতান্ত্রিক মূল্যবোধ।
- গণতন্ত্র ব্যর্থ হওয়ার পেছনে গণতান্ত্রিক মূল্যবোধের অভাবকেই দায়ী করা হয়।