ঘন্টায় ৬০ কি.মি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
Correct Answer: Option A
প্লাটফরমটিকে অতিক্রম করতে ট্রেনটিকে (১০০+৩০০) বা ৪০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে ।
ট্রেনটি ৬০ কিমি বা ৬০০০০ মিটার যায় ১ ঘন্টায়
" ৪০০ " " ৪০০/৬০০০০ "
= ৩৬০০×৪০০/৬০০০০ সেকেন্ডে
= ২৪ সেকেন্ড ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions