Solution
Correct Answer: Option C
'টিপাইমুখ বাঁধ' বাংলাদেশ-ভারত সিমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের 'বরাক' ন্দীর ওপর নির্মিতব্য একটি বাঁধ । টিপাইমুখ গ্রামে অবস্থিত বরাক এবং 'তুইভাই' ন্দীর মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ৫০০ ফুট উঁচু ও ১ হাজার ৬০০ ফুট একটি বাঁধ টিপাইমুখ । বাংলাদেশ শুরু থেকেই এ বাঁধ নির্মাণের বিরোধিতা করে আসছে ।