সুন্দরবন কোন নদীটির তীরে অবস্থিত?

A রুপসা

B ডাকাতিয়া

C চিতরা

D শিবসা

Solution

Correct Answer: Option D

শিবসা নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী। মংলা-তে পসুর নদী দুটি শাখায় বিভক্ত হয়ে পশ্চিম শাখাটি শিবসা নামে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার কাছে কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপাসাগরে পড়েছে। শিবসা-কুঙ্গার তীরে হিরণ পয়েন্ট অবস্থিত। দৈর্ঘ্য প্রায় ১০০ কিমি। - এটি ডলফিন রক্ষায় সরকার ঘোষিত অভয়ারণ্যে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions