মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের জনক হলেন- 

A জেমস মেডিসন 

B জেমস মনরো 

C জন অ্যাডামস

D থমাস জেফারসন 

Solution

Correct Answer: Option A

• ইতালির নাগরিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন— ১৪৯২ সালে।
• আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক— জর্জ ওয়াশিংটন (প্রথম প্রেসিডেন্ট)।
• সংবিধান কার্যকর হয় – ১৭৮৯ সালে।
• সংবিধান গৃহীত হয়— ১৭ সেপ্টেম্বর ১৭৮৭।
• স্বাধীনতা লাভ করে— যুক্তরাজ্যের কাছ থেকে।
• যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সংঘটিত হয় – ১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত ।
• যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করেন— জেমস মেডিসন ।
• ইলেক্টোরাল কলেজ— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচকমণ্ডলী ।
• যুক্তরাষ্ট্রের আইনসভার নাম— কংগ্রেস।
• যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যের মধ্যে যে দুটি রাজ্য মূল ভূখণ্ডের বাইরে— হাওয়াই ও আলাস্কা ।
• প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হয়— ১৩টি অঙ্গরাজ্য নিয়ে ।
• আলাস্কা রাজ্যটি যুক্তরাষ্ট্র ক্রয় করে— রাশিয়ার কাছ থেকে (১৮৬৭ সালে ৭২ লাখ ডলার মূল্যে)।
• যুক্তরাষ্ট্র লুইজিয়ানা রাজ্যটি কিনে নেয়—ফ্রান্স থেকে (১৮০৩ সালে)।
• মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions