ভূমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়ামণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল-
Solution
Correct Answer: Option B
- জাপানের প্রাচীন রাজধানী কিয়াটোতে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় কিয়াটো প্রটোকল।
- কিয়াটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে ৩ শ্রেণিতে ভাগ করা হয়।
● Annex-I, ● Annex-II এবং ● Non-Annex Countries.
- কিয়াটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর জন্য বিশেষ করে Annex-I দেশগুলোর উপর বিশেষ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর বর্তমান সদস্য ১৯২টি।