জার্মানির যে স্থানে ২য় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার করা হয়, তার নাম কী?
A নুরেমবার্গ
B বার্লিন
C ফ্রাংকফুট
D বন
Solution
Correct Answer: Option A
- নুরেমবার্গ বিচার ১৯৪৫-৪৬ সালে জার্মানির ন্যুর্নবের্গ বা নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত কিছু বিচার প্রক্রিয়ার নাম।
- তখন ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে।