Solution
Correct Answer: Option C
খাবার স্যালাইন আবিউষ্কারে মূল অবদান রাখে ICDDRB বা International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh বা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। এটি ঢাকার মহাখালীতে অবস্থিত। এই সংস্থার মাধ্যমে কলেরা বা ডায়রিয়া রোগের অন্যতম খাবার স্যালাইন তৈরি করা হয়।