'হাজার বছর ধরে' উপন্যাসখানা কার রচনা?
A আবদুল্লাহ আল মুতী
B জহির রায়হান
C আমজাদ হোসেন
D মুনীর চৌধুরী
Solution
Correct Answer: Option B
হাজার বছর ধরে প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচিত্র পরিচালক জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এই উপন্যাস্বে জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন।