'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B দ্বিজেন্দ্রলাল রায়

C অতুল প্রসাদ

D কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option B

- দ্বিজেন্দ্রলাল রায় ডি. এল. রায় নামেও পরিচিত।
- তিনি একজন কবি, নাট্যকার ও গীতিকার। 
- তিনি বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক। 
- তিনি ‘পূর্ণিমা সম্মেলন’ (১৯০৫) সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
- এছাড়াও তিনি বাংলা প্যারোডি গানের পথিকৃৎ।

তাঁর উল্লেখযোগ্য গানঃ
- “ধনধান্য পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা।”
- “বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ।”
- “যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ।”

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions