A United Nations Organisation
B Universal Network Organisation
C University of New Orleans
D Union of New Organisation
Solution
Correct Answer: Option A
UNO -এর পূর্ণরূপ United Nations Organisation. সংক্ষিপ্ত রূপ "UNO" প্রায় আন-অফিসিয়াল উপায় হিসাবে ব্যবহার করা হয়। জাতিসংঘের সংস্থা (UNO), যা জাতিসংঘ (UN) এর মতই।
» জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
» জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩ টি।
» জাতিসংঘের নামকরণ করা হয়। - ১ জানুয়ারি, ১৯৪২ (মার্কিন ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক)।
» জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
» জাতিসংঘের সনদ স্বাক্ষর হয় – ২৬ জুন, ১৯৪৫ (কার্যকর হয়। ২৪ অক্টোবর, ১৯৪৫)।
» জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ - ৪টি (সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য)।