Solution
Correct Answer: Option C
• ‘শহীদ জননী’ খ্যাত জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪) রচিত ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল।
- এটি মূলত একটি ডায়েরি বা দিনলিপি, যেখানে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত অবরুদ্ধ ঢাকার চিত্র এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমীর শহীদ হওয়ার করুণ আখ্যান বর্ণিত হয়েছে।
- ১৯৮৬ সালে গ্রন্থটি প্রকাশিত হয়।
- এই গ্রন্থটি ‘Of Blood and Fire: The Untold Story of Bangladesh’s War of Independence’ নামে ইংরেজিতে অনুবাদ করেন মুস্তাফিজুর রহমান।
- বইটি ১৯৮৯ সালে ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (UPL) থেকে প্রকাশিত হয়।
জাহানারা ইমামের উল্লেখযোগ্য গ্রন্থ-
- একাত্তরের দিনগুলি
- অন্য জীবন
- বীরশ্রেষ্ঠ
- জীবন মৃত্যু
- সাতটি তারার ঝিকিমিকি (কিশোর সাহিত্য)
- গজকচ্ছপ
উৎস: বাংলাপিডিয়া ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)।