কোনটি শব্দের (Sound) ক্ষেত্রে সত্য?
A শব্দ তরল মাধ্যমে চলতে পারে না
B শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
C শব্দ কঠিন মাধ্যমে চলতে পারে না
D উপরের সব কয়টি
Solution
Correct Answer: Option B
- শব্দ হলো এক প্রকার যান্ত্রিক তরঙ্গ (Mechanical Wave), যা সঞ্চালনের জন্য একটি জড় মাধ্যমের প্রয়োজন হয়।
- এই মাধ্যম কঠিন, তরল কিংবা বায়বীয় যেকোনোটি হতে পারে। শব্দ শূন্য মাধ্যমের (Vacuum) ভিতর দিয়ে চলাচল করতে পারে না।
- কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপরে তরল এবং বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম।
- যেহেতু চাঁদে কোনো বায়ুমন্ডল নেই, তাই চাঁদে শব্দ শোনা যায় না।
- সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না’ উক্তিটিই কেবল সত্য।