বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
Solution
Correct Answer: Option C
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে।
- কর্মকারক ২ প্রকার।
- যথা: মুখ্য কর্ম ও গৌণ কর্ম।
- সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্মকারকে 'কে' বিভক্তি যুক্ত হয়।
- যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- প্রদত্ত উদাহরণে গৌণ কর্ম 'আমাকে' এর সাথে 'কে' বিভক্তি যুক্ত হয়েছে।