মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?

A নাসির উদ্দিন শাহ

B মুর্শিদ কুলি খান

C শাহ সুজা

D আলাউদ্দিন হুসেন শাহ

Solution

Correct Answer: Option D

আলাউদ্দিন হােসেন শাহের পৃষ্ঠপােষকতায় বরিশালের কবি বিজয়গুপ্ত 'পদ্মপুরাণ' রচনা করেন। তার সেনাপতি পরাগল খানের পষ্ঠপােষকতায় কবীন্দ্র পরমেশ্বর বাংলায় সর্বপ্রথম 'মহাভারত' অনুবাদ করেন ও পরাগল খানের পুত্র ছুটি খানের উৎসাহে শ্রীকর নন্দী মহাভারতের ‘অশ্বমেধ পর্ব' বাংলায় অনুবাদ করেন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions