চুনিয়া আমামার আর্কেডিয়া গ্রন্থের রচয়িতা-

A আল মাহমুদ

B নির্মলেন্দু গুণ

C সৈয়দ শামসুল হক

D রফিক আজাদ

Solution

Correct Answer: Option D

'চুনিয়া আমার আর্কেডিয়া' রফিক আযাদের রচয়িত গ্রন্থ। এটি মূলত চুনিয়া নামক একটি গ্রামের বর্ণনা। 'চুনিয়া' গ্রামটিকে কবি গ্রিক আদর্শিক ও রোমান্টিক উপত্যকা আর্কেডিয়ার সঙ্গে তুলনা করেছেন এবং কাব্যিকভাবে দাবি করেছেন যে, এই আদর্শিক গ্রামটি দাঁড়াবে বর্তমান সভ্যতার সকল হানাহানি আর রাহাজানির বিরুদ্ধে। ভাবনাটি কাব্যিক ও রোমান্টিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions