UNEP-এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
A ক্রিস্টালিনা জর্জিয়েভা
B গিলবার্ট হাউংবো
C ইঙ্গার অ্যান্ডারসেন
D অড্রে আজুলে
Solution
Correct Answer: Option C
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP)-এর বর্তমান নির্বাহী পরিচালক হলেন ইঙ্গার অ্যান্ডারসেন।
ডেনমার্কের নাগরিক ইঙ্গার অ্যান্ডারসেন ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক মনোনীত হন এবং জাতিসংঘের সাধারণ পরিষদ তাকে চার বছরের জন্য এই পদে নির্বাচিত করে। এর আগে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।