'ওঁরাও' জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

A রাজশাহী-দিনাজপুর

B বরগুনা-পটুয়াখালী

C রাঙামাটি-বান্দরবান

D সিলেট-হবিগঞ্জ

Solution

Correct Answer: Option A

- ওঁরাও জনগোষ্ঠী ভারত ও বাংলাদেশে বসবাসকারী উপজাতি।
- এরা নৃতাত্ত্বিকভাবে আদি-অস্ট্রেলীয় জনগোষ্ঠীয় উত্তর পুরুষ।
- ওঁরাও উপজাতির ভাষার নাম কুরুখ।
- এরা বরেন্দ্র অঞ্চল তথা বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা জেলায় বাস করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions