Solution
Correct Answer: Option C
- আধুনিক ভাস্কর্য শিল্পের অগ্রদূত নভেরা আহমেদ ২৯ মার্চ, ১৯৩৯ সালে কলকাতা, ভারতে জন্মগ্রহণ করেন।
- ১৯৪৭ সালে দেশ ভাগের পর তিনি বাংলাদেশের কুমিল্লা জেলায় চলে আসেন।
তাঁর উল্লেখযোগ্য ভাস্কর্য:
- চাইল্ড ফিলোসফার,
- ইকারুস,
- পরিবার (কাউ উইথ টু ফিগারস),
- জেব্রা ক্রসিং,
- এক্সটার্মিনেটিং এঞ্জেল,
- যুগল প্রভৃতি।
- ভাস্কর্য শিল্পে অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।
- ভাস্কর নভেরা আহমেদ ৬ মে, ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।