-চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিং পিং Belt and Road Initiative চালু করেন ২০১৩ সালে।
-এই প্রকল্পের এখন পর্যন্ত ১২৬ টি দেশ ও ২৯ টি সংস্থা যুক্ত হয়েছে ।
-নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ।
-এটি চীন থেকে পূর্ব-পশ্চিম-দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক।
-প্রাচীন এই বাণিজ্য রুট খ্রিস্টপূর্ব প্রথম শতকে গড়ে ওঠে চীনের হান রাজবংশের আমলে; আর দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে এটি বন্ধ হয়ে যায়।
-চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর) নির্মাণের ঘোষণা দেন।
-প্রথমদিকে এই যৌথ প্রকল্পের নামকরণ করা হয় ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর)।
-২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) রাখা হয়।