'আয়ু যেন পদ্ম পাতায় নীর' বাক্যে 'পদ্ম পাতায়' কোন কারক?
Solution
Correct Answer: Option C
- ক্রিয়া সম্পাদনের স্থান (কোথায়), কাল (কখন) বা আধারকে অধিকরণ কারক বলা হয়।
- এই বাক্যে 'নীর' বা জল থাকার স্থান বা আধারটি হলো পদ্ম পাতা।
- ক্রিয়াকে "কোথায়" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পদ্ম পাতায়'।
- সুতরাং, 'পদ্ম পাতায়' পদটি জলের আধার বা স্থানকে নির্দেশ করায় এটি অধিকরণ কারক।