'মহাশ্মশান' মহাকাব্যের রচয়িতা কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B কাজী নজরুল ইসলাম

C মহাকবি আলাওল

D কায়কোবাদ

Solution

Correct Answer: Option D

- 'মহাশ্মশান' মহাকাব্যটির রচয়িতা হলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী; কায়কোবাদ ছিল তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- এটি কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা, যা ১৯০৪ সালে প্রথম প্রকাশিত হয়।
- মহাকাব্যটির ঐতিহাসিক প্রেক্ষাপট হলো ১৭৬১ খ্রিস্টাব্দে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ
- 'মহাশ্মশান' মহাকাব্যটি তিনটি খণ্ডে ও প্রায় ৬০টি সর্গে বিভক্ত।
- তিনিই প্রথম মুসলিম কবি হিসেবে বাংলা সাহিত্যে মহাকাব্য এবং সনেট রচনা করেন।
- তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: 'অশ্রুমালা' (গীতিকাব্য), 'কুসুমকানন', 'শিবমন্দির', 'মহররম শরীফ' ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions