Solution
Correct Answer: Option B
- কর্মধারয় সমাসে পরপদ বা উত্তরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়।
- বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের মিলনে এই সমাস গঠিত হয়।
- এই সমাসে পূর্বপদটি পরপদের বিশেষণ হিসেবে কাজ করে এবং পরপদের অর্থকেই নির্দেশ করে।
- উদাহরণস্বরূপ, 'নীল যে পদ্ম = নীলপদ্ম' সমস্তপদটিতে মূল বস্তু হলো 'পদ্ম' (পরপদ)।
- এখানে 'নীল' শব্দটি কেবল 'পদ্ম'-এর অবস্থা বা রঙ বোঝাচ্ছে, তাই 'পদ্ম' অর্থাৎ পরপদের অর্থই এখানে মুখ্য।