The Asian Infrastructure Investment Bank (AIIB)- এর সদরদপ্তর হবে-

A টোকিও, জাপান

B প্যারিস, ফ্রান্স

C নয়াদিল্লি, ভারত

D বেইজিং, চীন

Solution

Correct Answer: Option D

- বিশ্ব ব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে গঠিত ব্যাংকের নাম হচ্ছে AIIB।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং
- আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এই ব্যাংকে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।
- এর সদর দপ্তর বেইজিং, চীন ।
- AIIB-এর মূলধন রয়েছে USD100 বিলিয়ন। বর্তমানে ব্যাংকটির ঋণ দেওয়ার ক্ষমতা প্রতি বছর USD30 বিলিয়ন। AIIB-এর প্রকল্পগুলি ইক্যুইটি, ঋণ এবং গ্যারান্টির সমন্বয়ের মাধ্যমে অর্থায়ন করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions