'Only Mina can do this' - Which is the correct negative from of this sentence?
A Only Mina cannot do this.
B Mina cannot do this.
C None but Mina can do this.
D None but Mina cannot do this.
Solution
Correct Answer: Option C
- Affirmative বাক্যে Only বা Alone যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তবে সেটিকে Negative করার সময় এদের পরিবর্তে None but ব্যবহার করা হয়।
- প্রদত্ত বাক্যে 'Only' শব্দটি 'Mina' নামক একজন ব্যক্তিকে নির্দেশ করছে।
- তাই, নিয়ম অনুযায়ী বাক্যটিকে Negative করার জন্য 'Only' এর পরিবর্তে 'None but' বসানো হয়েছে।
- এই রূপান্তরের ফলে বাক্যটি Negative হলেও এর মূল অর্থ - অর্থাৎ, 'মিনাই একমাত্র যে এই কাজটি করতে পারে' - তা অপরিবর্তিত থাকে।
- অন্যান্য অপশনগুলো বাক্যের মূল অর্থ পরিবর্তন করে দেয়, তাই সেগুলো ভুল।