পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত‘ কোন দেশের?
Solution
Correct Answer: Option B
- সারমাত রাশিয়ার নতুনতম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) যা 'RS-28 Sarmat' নামেও পরিচিত। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছেন।
- সারমাত ১০ টন ওজনের পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম।
- এর নিজের ওজন প্রায় ২০০ টন।
- সারমাত ১৮,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত করতে পারে।
- এই ক্ষেপণাস্ত্র উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যার ফলে এটি শত্রুপক্ষের রাডার সিস্টেম দ্বারা সনাক্ত করা কঠিন।
- সারমাত hypersonic glide vehicles (HGVs) বহন করতে পারে যা Mach 20 গতিতে উড়তে পারে।