কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত?
Solution
Correct Answer: Option C
একটি কুয়া মূলত একটি সিলিন্ডার বা চোঙের মতো। সিলিন্ডারের আয়তনের সূত্র হলো:
আয়তন = π × (ব্যাসার্ধ)² × উচ্চতা
এখানে দেওয়া আছে:
গভীরতা (উচ্চতা) = 10 মিটার
ব্যাসার্ধ = 2 মিটার
সূত্র অনুযায়ী মান বসিয়ে পাই:
আয়তন = π × (2)² × 10
= π × 4 × 10
= 40π ঘনমিটার
সুতরাং, কুয়ার আয়তন হলো 40π ঘনমিটার।