One can hardly expect a plan for contingencies, from one with such _______ outlook.
Correct Answer: Option D
Solution:
Diverse - নানা রকম; বিভিন্ন; একাধিক । Varied - বিচিত্র; বিবিধ । Pedantic - পণ্ডিতি মনোভাবসুলভ । Archaic - প্রাচীন; সেকেলে ।
Contingency - আকস্মিক ঘটনা; অনিশ্চিত সম্ভাবনা । Outlook - দৃষ্টিভঙ্গি ।
এ ক্ষেত্রে Signal word টি হলো Hardly যা বাক্যের প্রথম অংশে আছে । আর এই কারণে বাক্যের প্রথম অংশে যে ভাব প্রকাশ করবে পরের
অংশে তার উল্টাভাব প্রকাশ করবে । প্রথম অংশের Key word টি হলো Contingencies আর কমা (,) এর পরের অংশের Key words টি হলো
Outlook. আর এ বিষয়গুলোকে একসাথে করলে অপশন d) এর Archaic শব্দটি উত্তর হবে । আর সেক্ষেত্রে বাক্যটির ভাবার্থ হবেঃ এমন সেকেল চিন্তা
ভাবনায় ব্যক্তির কাছে এমন সম্ভাব্য দৃষ্টিভঙ্গি আশা করা যায় না ।
সঠিক বাক্যঃ One can hardly expect a plan for contingencies, from one with such archaic outlook.
বাক্যের অর্থঃ এমন সেকেল দৃষ্টিভঙ্গির অধিকারী একজন ব্যক্তির নিকট হতে কোন ব্যক্তি আকষ্মিক ঘটনা মোকাবেলার জন্য কোন পরিকল্পনার কথা প্রত্যাশা
করতে পারে না বললেই চলে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions