Solution
Correct Answer: Option A
- "Get off" একটি phrasal verb যার একাধিক অর্থ থাকতে পারে।
- এর সবচেয়ে সাধারণ এবং প্রচলিত অর্থ হলো কোনো যানবাহন, যেমন- বাস, ট্রেন বা প্লেন থেকে নেমে যাওয়া।
- উদাহরণস্বরূপ, "I will get off at the next station" মানে "আমি পরের স্টেশনে নেমে যাব"।
- কোনো পৃষ্ঠ থেকে সরে যাওয়া বা কোনো বিষয় নিয়ে কথা বলা বন্ধ করতেও এটি ব্যবহৃত হয়।
- প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে একমাত্র "নেমে যাওয়া"-ই এই phrasal verb-টির সঠিক অর্থ প্রকাশ করে।