Solution
Correct Answer: Option D
- এখানে প্রদত্ত শব্দগুলোর মধ্যে কোনটি স্ত্রীলিঙ্গ (Feminine Gender) তা শনাক্ত করতে বলা হয়েছে।
- 'Peer' (সমকক্ষ) এবং 'Parent' (পিতামাতা) হলো Common Gender (উভয়লিঙ্গ), কারণ এই শব্দগুলো পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝাতে পারে।
- 'Boar' শব্দটি হলো Masculine Gender (পুংলিঙ্গ), যার অর্থ পুরুষ শূকর।
- একমাত্র 'Spinster' শব্দটি Feminine Gender (স্ত্রীলিঙ্গ), যার দ্বারা একজন অবিবাহিতা নারীকে বোঝানো হয়।