Which political party has won the German Election 2021?
Solution
Correct Answer: Option A
- ২৭ সেপ্টেম্বর, ২০২১ সালে জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) জয়লাফ করে।
- দলটি ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে।
- অন্যদিকে ২৪.১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঞ্জেলা মারকেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি বা সিডিইউ ও তার শরিক দল।