Solution
Correct Answer: Option B
অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যাকে দুইটি পূর্ণসংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং যার দশমিক রূপ অসীম ও অনাবৃত্ত।
A) √49 = 7; এটি একটি পূর্ণসংখ্যা, সুতরাং এটি মূলদ।
B) √7; এর দশমিক রূপ অসীম ও অনাবৃত্ত, তাই এটি অমূলদ।
C) √(8/18) = √(4/9) = 2/3; এটি একটি ভগ্নাংশ, সুতরাং এটি মূলদ।
D) 0.5 = 5/10 = 1/2; এটি একটি সসীম দশমিক, সুতরাং এটি মূলদ।