যদি 'ক' এবং 'খ' দুইটি পূর্ণসংখ্যা হয় এবং ৫ ক + ৩ খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি 'খ' এর মান হতে পারে?
Solution
Correct Answer: Option C
৫ক+৩খ =১৭
খ = ২ হলে, ৫ক + ৩২ = ১৭ ⇒ক = ১১/৫; যা পূর্ণ সংখ্যা নয়।
খ= ৩ হলে, ৫ক + ৩৩ = ১৭ ⇒ক= ৮/৫; যা পূর্ণ সংখ্যা নয়।
খ= ৪ হলে, ৫ক + ৩৪ = ১৭ ⇒ক= ৫/৫; যা পূর্ণ সংখ্যা।