জাইন একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৭ দিনে শেষ করে। কাজটির ৩/৭ অংশ মেষ করতে হামিদের একার কতদিন লাগবে?
Solution
Correct Answer: Option C
কাজের বাকি অংশ ={ ১-(২/৩)}=১/৩ অংশ
হামিদ কাজটির ১/৩ অংশ করে =৭ দিনে অতএব,হামিদ কাজটির ১ অংশ করে =(৭×৩)দিনে
অতএব, হামিদ কাজটির ৩/৭ অংশ করে=(৭ × ৩ ×৩) /৭ =৯ দিনে