Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় 'যার কিছু নেই'—এই অবস্থাকে এক কথায় 'অকিঞ্চন' বলা হয়।
- যদিও দরিদ্র, নির্ধন বা অভাবী শব্দগুলো কাছাকাছি অর্থ বহন করে, তবে 'অকিঞ্চন' শব্দটি সবচেয়ে যথার্থ ও সুনির্দিষ্ট।
- এর আক্ষরিক অর্থ হলো 'কিছুই যার নেই'।