Select the correct answer: Turn right ... the traffic light.
Solution
Correct Answer: Option B
ইংরেজি ব্যাকরণে কোনো নির্দিষ্ট স্থান, বিন্দু বা ল্যান্ডমার্ক বোঝাতে preposition হিসেবে 'at' ব্যবহৃত হয়। যখন কাউকে নির্দেশনা (direction) দেওয়া হয়, তখন কোনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে কাজটি করতে বলা হয়। এই বাক্যে "the traffic light" একটি নির্দিষ্ট বিন্দু বা স্থান, যেখানে পৌঁছানোর পর ডান দিকে ঘোরার নির্দেশনা দেওয়া হচ্ছে।
- 'on' ব্যবহৃত হয় কোনো কিছুর উপরে বা পৃষ্ঠ বোঝাতে।
- 'in' ব্যবহৃত হয় কোনো আবদ্ধ স্থানের ভেতরে বোঝাতে।
- 'over' ব্যবহৃত হয় কোনো কিছুর ওপর দিয়ে বা পার হয়ে যাওয়া বোঝাতে।