একটি গয়নার ওজন ২০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ হলে, তামার পরিমাণ কত গ্রাম?
Solution
Correct Answer: Option A
এখানে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে ৩ : ১।
- অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ১ = ৪।
- এর অর্থ হলো, গয়নার মোট ওজনকে ৪ ভাগ করলে তার ৩ ভাগ সোনা এবং ১ ভাগ তামা।
- গয়নার মোট ওজন = ২০ গ্রাম।
তামার পরিমাণ হবে:
(তামার অনুপাত / অনুপাতের মোট যোগফল) × মোট ওজন
= (১ / ৪) × ২০ গ্রাম
= ৫ গ্রাম।