ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে, খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
Correct Answer: Option B
ক ২ ঘন্টায় যায় = ৩×২ = ৬ কিমি
দূরত্ব বাকি থাকে = ৫৫ - ৬ = ৪৯ কিমি
∴ ক + খ = ৩ + ৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হয় = ৪৯/৭ = ৭ ঘন্টা
∴ খ ৭ ঘণ্টায় যায় = =৭×৪=২৮ কি.মি.
∴ খ ২৮ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions