Solution
Correct Answer: Option B
Back up এর অর্থ-
সমর্থন করা, সহায়তা করা, সহায়ক ভূমিকা পালন করা।
provide support for someone or something
-------------------------------------
এই শব্দটি কম্পিউটার -এ ব্যাবহার হলে-
কম্পিউটার বা সার্ভেরের বা ডাটাবেজের তথ্যগুলো কপি করে অন্য জায়গায় রাখাকে 'Back Up' বলে।