কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়?
A তৎসম শব্দে
B অর্ধতৎসম শব্দে
C দেশি শব্দে
D বিদেশি শব্দে
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষার সাধাণরত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি) তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ন (ণ) লেখার প্রয়োজন হয় না । কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃতি শব্দের মূর্ধন্য এবং দন্ত্য-ন-এর ব্যবহার বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।