অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি?
A ধামা ধামা ধান আছে
B আমি জ্বর জ্বর বোধ করছি
C ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল
D এত তোর জোর করে কাজটা বা শব্দ ধ্বনির অনুকরণে গঠিত
Solution
Correct Answer: Option C
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়,সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্নক অব্যয় বলে। যেম্ন--ঘড়ির ঘণ্টাধ্বনি ---ঢংঢং, শুষ্ক পাতার শব্দ--মরমর,স্রোতের ধ্বনি--কল কল ।