ঘণ্টায় ৯৩ কি.মি বেগে চলমান একটি ট্রেন ৯০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১২ সেকেন্ড অতিক্রম করে। ২৪৫ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

A ১২ সেকেন্ড

B ১৫ সেকেন্ড

C ১৮ সেকেন্ড

D ২৪ সেকেন্ড

Solution

Correct Answer: Option C

১ ঘন্টা বা ৩৬০০ সেকেন্ডে যায় = ৯৩০০০ মিটার
১২ সেকেন্ডে যায় = (৯৩০০০ × ১২)/৩৬০০ = ৩১০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ৩১০ -৯০ = ২২০ মিটার

তাহলে, ৩১০ মিটার অতিক্রম করে = ১২ সেকেন্ডে
∴ (২২০ + ২৪৫ ) = ৪৬৫ মিটার অতিক্রম করে = (১২× ৪৬৫)/৩১০ সেকেন্ডে 
= ১৮ সেকেন্ড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions