'বৈরাগ্য সাধনে... সে আমার নয়'। শূন্যস্থান পূরণ করুন।
Solution
Correct Answer: Option B
- এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৈবেদ্য' কাব্যগ্রন্থের "বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়" শীর্ষক বিখ্যাত কবিতার অংশ।
- সম্পূর্ণ চরণটি হলো: "বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়। অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়/ লভিব মুক্তির স্বাদ।" এখানে কবি বুঝিয়েছেন যে, সংসার ও জাগতিক দায়িত্ব ত্যাগ করে বৈরাগ্যের মাধ্যমে মুক্তি লাভ করা তাঁর লক্ষ্য নয়। বরং তিনি সংসারের শত বন্ধনের মধ্যেই থেকে মুক্তির আনন্দ পেতে চান।