Solution
Correct Answer: Option D
- 'অভিমানী' শব্দের অর্থ হলো যার অভিমান আছে বা যে কথায় কথায় মনঃক্ষুণ্ণ হয়।
- এর সঠিক বিপরীত শব্দ হলো 'নিরভিমানী', যার অর্থ হলো যার কোনো অভিমান নেই বা যিনি সহজে আহত হন না।
- 'নিরভিমানী' শব্দটি 'নির' (নাই অর্থে) উপসর্গ যোগে গঠিত হয়েছে।